কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন, নারী নিহত

  06-08-2022 09:32PM

পিএনএস ডেস্ক : কুমিল্লায় যাত্রী পারাপারে নিয়োজিত একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ফাতেমা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ ৮ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ফরিদপুর জেলার বাসিন্দা। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা-নোয়াখালীগামী একটি মাইক্রোবাস কুমিল্লার কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিকট শব্দে এর চাকা ফেটে যায়। এমন সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মাধাইয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নেওয়ার পথে গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়। মাইক্রোবাসচালকসহ অন্তত ৮ যাত্রীকে সেখানে ভর্তি করা হয়।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

পিএনএসে/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন