১০ সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে উঠল যশোর

  12-08-2022 01:04AM

পিএনএস ডেস্ক : যশোর অঞ্চলে ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প।

যশোর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, যশোরে ভূকম্পন অনুভূত হয়েছে। যশোর আবহাওয়া অফিসে ভূমিকম্প মাত্রা জানার সুযোগ নেই। তারা ঢাকা আর্থ সেন্টারে যোগাযোগ করছেন, এখনো এখানকার অনুভূত মাত্রা কত ছিল সেটা তারা নিশ্চিত হতে পারেনি। তবে এতে জেলার কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে পশ্চিমবঙ্গের আলীপুর আবহাওয়া দফতর জানায়, উৎপত্তিস্থল যশোর শহর থেকে ৯ কিলোমিটার দূরে। এর মাত্রা রেকটার স্কেলে মাত্রা ৪ দশমিক ৮।

যশোর শহরের আজিজ সিটি এলাকার বাসিন্দা ফিরোজ রশিদ, এশার নামাজের সময় ভূকম্পন হয়। এতে তিনি আতঙ্কিত হয়ে উঠেন।

শহরের বেজপাড়া এলাকার জয়দেব চক্রবর্তী ফেসবুকে পোস্টে জানান, হঠাৎ ভূকম্পনের ফলে তিনিও তার পরিবারের মধ্যে আতংক বিরাজ করতে থাকে। দ্রুত তারা বাড়ির বাইরে চলে আসেন। এলাকায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

পিএনএন/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন