নৈশ প্রহরীর মুখ স্কচটেপ দিয়ে বেঁধে ডাকাতি, বৃদ্ধের মৃত্যু

  14-08-2022 12:38PM



পিএনএস ডেস্ক : যশোরের ঝিকরগাছায় একটি ইলেক্ট্রিক্যাল ওয়ার্কশপে ডাকাতির সময় স্কচটেপ দিয়ে নৈশ প্রহরীর মুখ বেঁধে রাখায় আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিকরগাছা উপজেলা সদরের রাজাপট্টিতে এ ঘটনা ঘটে।

নিহত নৈশ প্রহরী আব্দুস সামাদ ঝিকরগাছা উপজেলার বেড়েলা গ্রামের মৃত তুফান মোড়লের ছেলে।


ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল ঝিকরগাছা উপজেলা সদরের একটি অটো ইলেক্ট্রিক্যাল ওয়ার্কশপে হানা দেয়। এর আগে তারা ওই মার্কেটের চার নৈশ প্রহরীর হাত-পা গামছা দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে মুখ বেঁধে রাখে। এরপর ডাকাতরা ওই দোকান থেকে ২৫টি ব্যাটারি লুট করে নিয়ে যায়। ডাকাতরা পাশের একটি দোকানের তালা ভাঙলেও সেখান থেকে কিছু নেয়নি।

ডাকাতরা চলে গেলে সুকুমার নামে এক নৈশ প্রহরী পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে চার নৈশ প্রহরীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন