জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত প্রতিযোগীতায় অংশ নিল শিক্ষার্থীরা

  14-08-2022 03:40PM


পিএনএস ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে গ্রন্থপাঠ ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার একই স্থানে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ আয়োজিত জাতীয় শোক দিবসের উপলক্ষে আয়োজিত ৫টি বিষয়ে জেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬৫২ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। বেলা ১২টায় গ্রন্থপাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা পরিদর্শন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

গ্রন্থপাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা পরিদর্শনকালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী অংশগ্রহনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর ডাকে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ।

উপস্তিত বক্তৃতা ও গ্রন্থপাঠ প্রতিযোগীতার পরিদর্শনকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এএইচএম আখতারুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো হাসিবুর রহমান বিলু, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ।

এবারে প্রতিযোগিতায় ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে। এরমধ্যে চিত্রাংকন প্রতিযোগীতার ৫টি বিভাগে ২০৮ জন, রচনা প্রতিযোগিতার ৩টি বিভাগে ৪০০ জন, কুইজ প্রতিযোগীতার ৩টি বিভাগে ৮০৮ জন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার ৩টি বিভাগে ৮৬ জন এবং গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ৩টি বিভাগে ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে প্রতিষ্ঠান মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ী পুরষ্কার বিতরণ করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন