হবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত

  25-09-2022 03:14PM




পিএনএস ডেস্ক: র্যা লি ও আলোচনা সভার মধ্য দিয়ে হবিগঞ্জে বিশ্ব নদী দিবস-২০২২ পালিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নিমতলা প্রাঙ্গণ থেকে র্যাযলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসনের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ। বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, সহ-সভাপতি তাহমিনা বেগম গিনিসহ অন্যান্যরা।

এ ছাড়া পরিবেশ অধিদপ্তর ও বেলাসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমাদের দেশ নদীমাতৃক দেশ। নদী না বাঁচলে দেশ বাঁচবে না। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের নদী রক্ষা করতে হবে।

পিএনএস/আনোয়ার




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন