নেত্রকোনায় সামাজিক সম্প্রীতি সমাবেশ

  29-09-2022 02:36PM



পিএনএস ডেস্ক: নেত্রকোনায় জেলা প্রশাসন আয়োজিত এক সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এ সমাবেশে জেলার প্রতিটি ধর্মের এবং সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

সমাবেশে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধর্মের প্রতি আহ্বান জানানো হয়। সেইসাথে সাম্প্রদায়িকতা কাজে লাগিয়ে কোনো গোষ্ঠী যাতে অসৎ উদ্দেশ্য হাসিল এবং নিজেদের স্বার্থ উদ্ধার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য এবং সামাজিক শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এতে ধর্মীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান করা হয় কঠোর নজরাদারির।

অন্যান্যের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন