পিএনএস ডেস্ক: আন্তঃনগর ট্রেনের ধাক্কায় দিনাজপুরের বিরামপুরে মমতাজ হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর পৌর শহরের বেগমপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।
মৃত মমতাজ বেগম (৪৭) দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বেগমপুর গ্রামের মৃত নজিরউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, মমতাজ হোসেন দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পাশেই একাই ঘুরতে গিয়ে রেল লাইনের ওপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে প্রাণ হারান।
এবিষয়ে পার্বতীপুর রেলওয়ে পুলিশের এসআই দেওয়ান জিয়া এর সত্যতা নিশ্চিত করে জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পিএনএস/আনোয়ার
বিরামপুরে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
29-09-2022 03:30PM
