পিএনএস ডেস্ক: বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি এ প্রতিপাদ্যকে ধারণ করে লক্ষ্মীপুরে বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী লাবন্য বড়ুয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
আরো ছিলেন সিভিল সার্জন ডা. আহাম্মদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।
পিএনএস/আনোয়ার
লক্ষ্মীপুরে বিশ্ব বসতি দিবস পালন
03-10-2022 03:35PM
