পদ্মায় ধরা পড়ল ২১ কেজির বাঘাইড়

  04-10-2022 09:11PM

পিএনএস ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। মাছটি ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে জেলে ছাত্তার শেখের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজারে মোহন মণ্ডলের আড়তে মাছটি উম্মুক্ত নিলামে তোলা হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাজাহান সরদার ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ১৫০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

এ সময় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমান। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছের ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহারিয়া জামান (সাবু) বলেন, নদীতে বড় মাছ কমে গেছে। তারপরও মাঝে মধ্যে দু-একটি বড় মাছ ধরা পড়ছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন