মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও দুই তরুণীর লাশ উদ্ধার

  06-10-2022 03:22AM

পিএনএস ডেস্ক : অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার অদূরে ট্রলারডুবির ঘটনায় আরও দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ১৭-২২ বছর।

বুধবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে বাহারছড়ার ইউনিয়নের শীলখালী সমুদ্র সৈকত ও রাত ১১টায় একই ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদের নেত্বতে পৃথক এলাকা থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা মালয়েশিয়াগামী ওই ট্রলারে ছিলেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার মধ্যরাতে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক রোহিঙ্গা নাগরিককে নিয়ে ওই ট্রলারটি ডুবে যায়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত এবং এক শিশু ও পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন