বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে আটকা পড়ে কিশোরীর মৃত্যু

  17-11-2022 11:32PM

পিএনএস ডেস্ক: বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে সাবেকুন্নাহার (১৩) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনের একটি লিফটে এ ঘটনা ঘটে।

সাবেকুন্নাহার গোয়ালিয়া খোলা এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসের ছেলে সোহেলের বাসায় গৃহকর্মীর কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত থেকে সাবেকুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে দারোয়ান নুরুল আমিন ওপরে যাওয়ার জন্য লিফটের বোতাম চাপেন। দীর্ঘক্ষণ লিফটি নিচে না আসায় তিনি জোরপূর্বক দরজা খুলে ওপরে তাকান। এ সময় হঠাৎ লিফটি নিচে পড়ে তিনি আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লিফটের নিচ থেকে তাকে ও ভেতর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) সর্দার মির্জা জহির উদ্দিন গণমাধ্যমকে জানান, লিফটের ভেতর থেকে একটি মরদেহ ও দারোয়ানকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন