মাদারীপুরে সংঘর্ষ, বোমার আঘাতে আহত ওসিকে ঢাকায় প্রেরণ

  20-11-2022 08:12PM

পিএনএস ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আহত হয়েছেন অন্তত ১০ জন। আশঙ্কাজনক অবস্থায় ওসি শামীম হোসেনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। দুজনের কর্মী-সমর্থকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে রোববার সকালে ফাঁসিয়াতলা এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কালকিনি থানার ওসি শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্সরা। এ সময় উভয়পক্ষের লোকজন বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। বোমার আঘাতে আহত হন ওসি শামীম হোসেন, এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত আটজন।

আহত শামীম হোসেনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে সেখানে ছুটে আসেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খানসহ পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তারা। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওসিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

বোমায় আহত কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, ‘দুপক্ষের সংঘর্ষ থামাতে গেলে বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও তাদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়নি।’

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান জানান, ওসি শামীম হোসেনের বাম পায়ে বোমার ক্ষত চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজন এই সংঘর্ষের ঘটনা ঘটান। তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন