এসএসসি পরীক্ষার্থীর বিয়ে ঠেকালেন ইউএনও

  26-11-2022 10:14PM

পিএনএস ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে ঠেকিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এসময় ওই ছাত্রীর মামাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৬ নভেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেল শর্মা জানান, ১৮ বছর পূর্ণ না হওয়া এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ অপরাধে জড়িত থাকার দায়ে ওই ছাত্রীর মামাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত তার বিয়ে না দিতে পরিবারকে অঙ্গীকারও করানো হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন