বিয়ে বাড়িতে সংঘর্ষ : কনের দাদি নিহত, বরসহ আটক ১২

  02-12-2022 05:11PM

পিএনএস ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনের দাদি তহুরন নেছা (৭২) নিহত হয়েছেন। এ ঘটনায় বরসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

গতরাতে কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাগেশ্বরী উপজেলার গোলেরহাট গ্রামের জামাল ইসলামের মেয়ে জেসমিন আক্তারের সাথে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের সাথে বৃহস্পতিবার রাতে বিয়ে রেজিস্ট্রি হয়।

পরে বর পক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী দু’টি গহনা প্রদান না করায় বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এক পর্যায়ে বর পক্ষের হামলায় কনের দাদি মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

খবর পেয়ে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় কনের বাবা কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন