কৃষকলীগ নেতার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

  04-12-2022 11:56AM



পিএনএস ডেস্ক: রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে এক গৃহবধূকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভিকটিম গৃহবধূর পিতা।

অভিযুক্ত কৃষকলীগ নেতার বাড়ি উপজেলার কয়ামাজমপুর গ্রামে। ওই গ্রামের সিরাজউদ্দিনের পুত্র ফিরোজ উদ্দিন।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফিরোজ উদ্দিনের বাড়ির পাশেই গৃহবধূর বাড়ি। শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণের চেষ্টা করে ফিরোজ উদ্দিন। পরে ওই রাতেই তাহেরপুর এলাকার এক বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে তার স্বজনরা। এ ঘটনা শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর পিতা।

কৃষকলীগ নেতা ফিরোজ উদ্দিন দাবি করেন, গৃহবধূর সঙ্গে তার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলছিল এবং গোপনে বিয়েও করেছিলেন। কিন্তু ওই বিয়ে না মেনে ভিকটিমের পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বাগমারা উপজেলায় বিয়ে দেয়। তবে বিয়ের পরেও গৃহবধূ ফিরোজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন