তাপমাত্রা বাড়লেও দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায়

  07-12-2022 02:48PM

পিএনএস ডেস্ক : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা কয়েছে।

আজ বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ১১টায় সারাদেশের তাপমাত্রার সঙ্গে পর্যালোচনা করে দেশের মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপমাত্রার পারদ ওঠানামা করায় এতে করে কখনো শীত আবার কখনো গরম অনূভূত হচ্ছে। গতকাল তাপমাত্রা কমে গেলেও আজ তা কিছুটা বেড়েছে।

গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১১ দশমিক ৯ ডিগ্রি। এদিন দিনের সর্বোচ্চ রেকর্ড করা হয় ২৯ দশমিক ৪। তবে বুধবার সকাল ৬টায় ১৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড হলেও সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলেও জানানো হয়েছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন