শার্শা সীমান্তে ৮ কেজি স্বর্ণসহ আটক ২

  26-01-2023 12:00AM

পিএনএস ডেস্ক : যশোরের শার্শা সীমান্তে পাচারের সময় ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের স্বর্ণের ৭০ বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার বিকেলে শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণের চালান আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫২ লাখ টাকা।

আটকরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের দেবন মোড়লের ছেলে শফিকুল ইসলাম ও চাঁদপুর জেলার রতন প্রধানের ছেলে হান্নান প্রধান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ জানান, শার্শার কায়বা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতি রোধ করা হয়। এ সময় প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ স্বর্ণের বার উদ্ধার এবং প্রাইভেটকারে থাকা দুই স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন