সাদুল্লাপুরে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

  28-01-2023 01:26PM



পিএনএস ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সুরুত আলী (৬০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর লাশ সড়কের ধারে ফেলে রেখে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার সকালে লাশ উপজেলা সদরের দক্ষিণ সাহাপাড়ার ডা. উপেন্দ্র নাথ সাহার বাড়ির সামনের সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুরুত আলী উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর গ্রামের মৃত. খয়বর আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫ টার দিকে সাদুল্লাপুর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সুরুত আলী। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।

নিহতের ছেলে রফিকুল ইসলাম জানান, ওই রাতেই তারা বিভিন্ন স্থানে খোঁজখবর করে তার কোন সন্ধান পাননি। পরে শনিবার সকালে এলাকাবাসী জানান তার বাবার গলা কাটা লাশ বাড়ির অদুরে ওই এলাকায় পরে আছে।


সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) ইমরান খান জানান, নিহতের গলাকাটা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এনায়েত করিম জানান, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন