পিএনএস ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে দগ্ধ হয়ে রাবিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মণ্ডল বলেন, ওই নারী একাই ঘরে ছিল। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি সম্পূর্ণ ঘর পুড়ে গেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ৯৯৯ এ ফোনে আমাদের সহযোগীতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি।
পিএনএস/আনোয়ার
ঝিনাইদহে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
31-01-2023 09:26AM
