ওসমানী বিমানবন্দরে সোয়া তিন ঘণ্টা পর ফ্লাইট চালু

  03-02-2023 10:00PM

পিএনএস ডেস্ক : সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া তিন ঘণ্টা পর ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে এই বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ফ্লাইটের চাকা ফেটে রানওয়ে অচল হয়ে পড়ে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চাকা মেরামতের পর এটি রানওয়ে থেকে সরিয়ে বিমানবন্দরের ফ্লাইট সচল করা হয়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা গেছে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নিয়ে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকা ফেটে যায়। এতে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাবে।’

১০০ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট (বিজি-৬০২) ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১০০০ মিটারের মধ্যে চাকা ফেটে যায়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন