পিএনএস ডেস্ক : ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি করে চিনি, ছোলা, চিড়া, মুড়ি ও খেজুরসহ ৭০০ টাকার ৭ ধরনের ইফতার সামগ্রী ১০ টাকায় মিলল মুন্সীগঞ্জের টংগিবাড়ীর কামারখাড়া বাজারে।
আজ শুক্রবার (৩১ মার্চ) এই আয়োজন হাসি ফুটিয়েছে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত ২১০ জন মানুষের মুখে।
বিশেষ এই বাজারের আয়োজন করেছিল বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
২০১৮ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতি বছরই নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী বিক্রি করছে। এ ছাড়াও, ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতে দরিদ্রদের শীতের পোশাক বিতরণসহ নানা কর্মকাণ্ডে যুক্ত তারা।
পিএনএস/এমবিবি
১০ টাকার ইফতার বাজার
31-03-2023 10:02PM
