পিএনএস ডেস্ক: মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ থেকে ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত থাকায় ৪ জন দালালকে আটক করা হয়। আটককৃত দালালরা হলেন, জাহিদ (৩০), জামাল (৩৮), হাজেরা (৫০), ইউনুছ (২৪)।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে টেকনাফ নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাতে ১৯ জন মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকায় ৪ দালালকে আটক করা হয়।
পিএনএস/আনোয়ার
মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৯ রোহিঙ্গাসহ ২৩ জন আটক
27-05-2023 09:19AM