পিএনএস ডেস্ক : খুলনা বাইপাস সড়কের মারিয়া পাম্পের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৭ মে) রাত ৮টার দিকে ওই পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি লবনচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. সজিব (২০)।
স্থানীয়রা জানান, শনিবার রাতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের চালক একটি ইজিবাইকের পেছনে ধাক্কা দেন। এ সময় তার পেছনে থাকা সজিব পড়ে যান। পরে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই সজিব নিহত হন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, শনিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পিএনএস/শাওন
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
28-05-2023 12:56AM