মেয়র প্রার্থী আনোয়ার ও বাবুলকে ইসির শোকজ

  30-05-2023 05:53PM

পিএনএস ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণ বিধি না মানার কারণে মঙ্গলবার দুপুরে তাদেরকে এ নোটিশ প্রদান করা হয়।

নোটিশপ্রাপ্তরা হলেন-আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সিলেটে ২রা জুন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করেই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ফয়সল কাদির জানিয়েছেন- দু’প্রার্থীকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে চিঠির জবাব দিতে তাদের বলা হয়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন