ইয়াবা মামলায় চট্টগ্রামে দুইজনের যাবজ্জীবন

  13-09-2023 07:37PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ৩৮ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় কাভার্ডভ্যান চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে রুবেল মিয়া ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. ইউনুছ। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, ইয়াবা মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবেল মিয়া ও মো. ইউনুছকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ ডিসেম্বর কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন টোল প্লাজায় একটি কাভার্ডভ্যান থামায় পুলিশের টহল টিম। এরপর কাভার্ডভ্যানের কেবিন থেকে একটি ব্যাগে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা পাওয়া যায়। ২০২১ সালের ২৯ এপ্রিল তদন্ত শেষে এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন