কিশোরীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

  15-09-2023 10:40AM

পিএনএস ডেস্ক: মাদারীপুরের শিবচরে এক কিশোরীকে তুলে নিয়ে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ওই পরিবারকে নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পরিবারটি।

জানা গেছে, গত ২৮ আগস্ট দুপুরে ফোন করে ওই কিশোরীকে ডেকে নেয় শিবচরের সন্ন্যাসীরচর এলাকার রুহুল আমিনের ছেলে রাতুল। পরে বাখরেরকান্দি এলাকার একটি ঘরে আটকে রেখে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। মেয়েটিকে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে ৩১ আগস্ট রাতে নির্যাতিতাকে বাড়িতে রেখে পালিয়ে যায় রাতুলের পরিবারের লোকজন। এরপর থেকেই মেয়েটির পরিবারকে দফায় দফায় হুমকি দিতে থাকে ছেলেটির পরিবার।

ঘটনার পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

মেয়েটির বাবা বলেন, পুরো ঘটনায় রাতুলের চাচা খায়রুল আমিন জড়িত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াদ মাহমুদ বলেন, ভুক্তভোগী মেয়েটিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গাইনি চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা করবেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হতে পারে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, মেয়েটির বাবাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন