পিএনএস ডেস্ক : লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে রংপুরে ধানখেতে হঠাৎ হেলিকপ্টারের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পীরগাছা উপজেলার কান্দিরহাটর ইউনিয়নের পশ্চিম দাদন গ্রামে একটি বিলের পাশে ধানখেতে হেলিকপ্টার অবতরণ করে। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর উড়াল ঢাকার উদ্দেশে উড়াল দেয়।
স্থানীয়রা ও পুলিশ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করছিল। ধান খেতে প্রায় ১০ মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশে উড়াল দেয়। এ সময় উৎসুক লোকজন হেলিকপ্টার দেখে ধানখেতের আশেপাশে জড়ো হন।
খোঁজ নিয়ে জানা গেছে, ধানখেত থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি দ্বিতীয় দফায় গাইবান্ধার সাদুল্লাপুরের একটি ইটভাটায় জরুরি অবতরণ করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে রোগীবাহী হেলিকপ্টারটি কান্দিরহাট এলাকায় জরুরি অবতরণ করে। কয়েক মিনিট অবস্থানের পর সেটি আবার ঢাকার উদ্দেশে রওনা দেয়। জেনেছি, হেলিকপ্টারটি লালমনিরহাট থেকে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল। তারা স্বাভাবিক ল্যান্ডিং করেছে।
পিএনএস/শাওন
রংপুরে হঠাৎ ধান খেতে হেলিকপ্টারের অবতরণ
22-09-2023 02:24AM
