পিএনএস ডেস্ক: ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে মাঠ থেকে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে তুলসী রানী সরকার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বেলা পৌনে ১টার দিকে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বাকচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, বেলা ১২টার দিকে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় ৫ জন মাঠের মাঝে স্যালো মেশিনের একটি ঘরে আশ্রয় নিলে সেই ঘরে বজ্রপাত হয়। এতে ৫ জন আহত হয়। এ সময় দূরে আরেকটি জায়গায় আশ্রয় নেয়া কৃষকেরা বজ্রপাতের ঘটনার বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে সবাইকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেবার পথেই তুলসী রানী সরকার মারা যায়। আহত ব্যক্তিরা হলেন আলামিন সর্দার (২০), মো: আলামিন শেখ (৩৫), রোফাল সরদার (৪৫), চিনু রানী সরকার (৪২)। আহত ৪ জনের মধ্যে রুফাল সর্দারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে আহতরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান মো: জাহিদ মুন্সী বলেন, দুপুরে বৃষ্টি শুরু হয়। সেই সাথে অনেক বজ্রপাতও হয়। এ সময় মাচ্চর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পরানপুর মাঠে গরুর জন্য ঘাস কাটতে থাকা বাকচর নিবাসী রুফাল সরদার, আলামিন সরদার, তুলসী রানী সরকার এবং চিনু রানী সরকার বজ্রপাতে আহত হয়। হাসপতালে নেবার পথে তুলসী রানী সরকার মারা যান।
পিএনএস/এসএস
ফরিদপুরে বজ্রপাতে নারীর মৃত্যু
22-09-2023 07:35PM