দাশেরহাট বাজারে আগুন, পুড়েছে ১০ দোকান

  22-09-2023 07:51PM

পিএনএস ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার দাশেরহাট বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে আগুনের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

পোড়া দোকানের মধ্যে রয়েছে, রড সিমেন্টের দোকান, মোবাইল সার্ভিসিং, প্লাষ্টিক সামগ্রী, ফার্নিসার, ফার্মেসী, মুদি ও চা দোকান। এসব দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন