রামগতিতে 'ধর্ষণ নাটক' সাজিয়ে ফেঁসে গেলেন নারী

  23-09-2023 01:38PM

পিএনএস ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতিতে শ্রমিক লীগ নেতা সাইফ উদ্দিনকে (৩৭) ধর্ষণের সাজানো ঘটনায় ফাঁসাতে গিয়ে উলটো ফাতেমা বেগম (৩৫) নামে এক নারী ফেঁসে গেছেন। ওই নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশকে বিভ্রান্ত ও প্রতরণার ঘটনায় ওই নারীকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, উপজেলার চরবাদাম ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিনের বিরুদ্ধে ফাতেমা নামে এক নারী রামগতি থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে সাইফুদ্দিন ওই নারীর সর্বনাশ করেছেন বলে উল্লেখ করা হয়। এতে পুলিশ সাইফুদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় আনার পর কয়েকজনের উপস্থিতিতে নারীকে প্রশ্ন করা হয় যে, যার বিরুদ্ধে আপনার অভিযোগ সেই ব্যক্তি কি এখানে আছে? উত্তরে ওই নারী বলে না। তখন পুরো বিষয়টি পুলিশের কাছে সন্দেহ হয়। একপর্যায়ে পুলিশ পর্যালোচনা করে দেখে নারীর ধর্ষণের ঘটনাটি সম্পূর্ণ সাজানো।

সাইফুদ্দিন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে অভিযোগ দেওয়া হয়েছিল। পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তার প্রমাণ বের হয়ে আসে। পরে আমি থানা থেকে বাড়িতে চলে আসি। আমি এখন এলাকায় আছি।

রামগতি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযোগকারী ফাতেমা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন। প্রতারণা ও পুলিশকে বিভ্রান্ত করার ঘটনায় তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হাসান মোস্তফা স্বপন জানান, পুলিশকে বিভ্রান্ত ও একজন ব্যক্তির বিরুদ্ধে অযথা অভিযোগের দায়ে ওই নারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা থেকে পুলিশকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন