পিএনএস ডেস্ক: রংপুরে নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। আলুর দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান চললেও বাজারে কোনো প্রভাব পড়েনি। কাঁচা তরিতরকারির দাম আকাশ ছোঁয়া। সংসার চালাতে ক্রেতারা করছেন বাজেটের কাটছাঁট। চালের দাম খুচরা বাজারে বাড়লেও পাইকারি ব্যবসায়ীরা বলছেন ৬ মাস থেকে চালের দাম স্থিতিশীল রয়েছে।
মাহিগঞ্জ চালের পাইকারি আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, গুটি চাল পাইকারি প্রতিকেজি ৪৫/৪৬ টাকা, ব্রি ২৮ ও ২৯ চাল প্রতিকেজি ৪৮/৫০ টাকা, চিকন চাল ৫০/৫২ টাকা, মিনিকেট ৬২ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে প্রতিকেজি চাল পাইকারি দরের চেয়ে ৬/৭ টাকা বেশিতে বিক্রি হতে দেখা গেছে।
মাহিগঞ্জের চাল ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, পাইকারি বাজারে গত ৬ মাস থেকে চালের বাজার স্থিতিশীল রয়েছে। রংপুর সিটি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ৭০/৭৫ টাকা কেজি দরে। ভারতীয় পিয়াজ ৬০ টাকা। লেয়ার মুরগির প্রতিহালি ডিম ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ১০০ টাকা থেকে বেড়ে ১৪০-১৫০ টাকা, দেশি আদা ৩০০- ৩২০ টাকা ও ভারতীয় আদা ২৪০-২৫০ টাকা, প্রতি পিস চালকুমড়া ৪০-৪৫ টাকা, চিকন বেগুন ৩০-৩৫ টাকা, গোল বেগুন ৬০-৭০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, করলা ৭০-৮০ টাকা, বরবটি ৪০ টাকা থেকে বেড়ে ৬০-৮০ টাকা, লেবু প্রতিহালি ১২-১৫ টাকা, শুকনা মরিচ ৫৫০-৬০০ টাকা, প্রতি পিস লাউ (আকারভেদে) ৪০-৪৫ টাকা, ধনেপাতা ২৮০-৩০০ টাকা, পটল ৪০-৫০ টাকা, কাঁকরোল ৩৫-৪০ টাকা, কচুরলতি ৬০ টাকা থেকে বেড়ে ৭০-৮০ টাকা, দেশি রসুন ২৬০-২৮০ টাকা ও ভারতীয় রসুন ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে কার্ডিনাল আলুর দাম সামান্য কমে ৩৫-৪০ টাকা, সাদা দেশি আলু আগের মতোই ৫৫-৬০ টাকা এবং শিল ও ঝাউ আলু ৫৫ টাকা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি আগের মতোই ১৭০-১৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩০০-৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৪০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস ৭২০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস ৯০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুইমাছ ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কার্প জাতীয় মাছ ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নগরীর সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, বাজারে প্রতিটি নিত্য পণ্যের দাম বাড়ায় বাজেট কাটছাঁট করেও সংসার চালাতে কষ্ট হচ্ছে।
পিএনএস/এসএস
রংপুরে নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি
23-09-2023 06:14PM