ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

  25-09-2023 02:24AM

পিএনএস ডেস্ক : নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় অভি রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে।

তিনি সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপআইন বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভি তার বন্ধু মিমের সঙ্গে সিংড়া থেকে নাটোর শহরে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেয়। পথে নিংগইন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক মিম ছিটকে রাস্তার পাশে পড়ে আহত হয়। কিন্তু অভি ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়। আহত মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন