পিএনএস ডেস্ক: সাতক্ষীরার দেবহাটায় ছয় বছরের এক শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় ওমর ফারুক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলী গাজীর ছেলে।
গত শুক্রবার বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবহাটা থানায় মামলা দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
এ প্রসঙ্গে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে পলাতক ওমর ফারুককে গ্রেপ্তার করে। শনিবার (৩০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো য়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
পিএনএস/এসএস
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
30-09-2023 09:57PM