পিএনএস ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে খড় বোঝাই ভটভটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। এছাড়াও একই রাতে উপজেলার দুইটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। পৃথক তিনটি ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, গত রবিবার সন্ধ্যার পর বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় ও পৌর শহরের কলেজ গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর রাত ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত খড় বোঝাই ভটভটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরপর তিনটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন জানান, গত রবিবার রাতে দুর্বৃত্তরা খড় বোঝাই ভটভটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। দ্রুত নাশকতাকারীদের গ্রেফতার করা হবে।
পিএনএস/সোহান
বগুড়ায় খড় বোঝাই ভটভটিতে আগুন
20-11-2023 08:16PM