পিএনএস ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাকায় বাবা-মা ও সন্তান নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজারগামী একটি ট্রাক উপজেলার পদুয়া নোয়াপাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনই মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পিএনএস/এএ
সড়কে গেল মা-বাবা ও সন্তানের প্রাণ
04-12-2023 07:01PM
