পিএনএস ডেস্ক: নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে দুটি স্বর্ণের দোকানে ও একটি কাপড়ের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সহিদ উল্যাহ নামে এক নৈশপ্রহরীকে হত্যা করেছে ডাকাত দল।
শুক্রবার (৮ ডিসেম্বর) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে ডাকাতি ও হত্যার এ ঘটনা ঘটে। নিহত সহিদ উল্যাহ গুল্লাখালী গ্রামের বাসিন্দা।
বাজারের ব্যবসায়ীরা জানান, ৩০-৩৫ জনের একদল ডাকাত ভোরের দিকে একটি ট্রাক নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতির উদ্দেশ্যে আসে। এ সময় তারা নূর জুয়েলার্স, মা-মনি জুয়েলার্স ও শরীফ ক্লথ স্টোরে ডাকাতি করে। তারা স্বর্ণালংকার, নগদ টাকা ও কাপড় লুট করে নিয়ে যায়। এ সময় সহিদ উল্যাহ নামে একজন নৈশপ্রহরীর মুখে কাপড়গুজে দিয়ে মুখ ও হাত বেঁধে রাখলে তিনি শ্বাসরোধে মারা যান। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
ঘটনার সত্যতা জানতে কবিরহাট থানার ওসিকে ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে চাপরাশিরহাট বণিক সমিতির সভাপতি আবদুস সাত্তার ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ভোর হওয়ায় অনেকে ঘটনা দেখেছে। তবে ডাকাতরা সংখ্যায় বেশি হওয়ায় এবং তাদের হাতে অস্ত্র থাকায় তারা প্রত্যক্ষদর্শীদের বেঁধে ফেলে। পরে ডাকাতি শেষ হলে বেঁধে রাখা লোকজনকে ফেলে দিয়ে চলে যায়।
পিএনএস/এমএইউ
নোয়াখালীতে স্বর্ণের দোকানে ডাকাতি, নৈশ প্রহরীকে হত্যা
08-12-2023 10:28AM