মানবাধিকার দিবসে খুলনায় বিএনপির মানববন্ধন

  10-12-2023 05:25PM

পিএনএস ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই মানববন্ধন। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে কারাগারে আটকে রাখা হয়েছে। কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অধিক বন্দী রয়েছে। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনের এক দফা দাবিতে রাজপথে নেমেছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, সৈয়দা রেহানা ঈসা, বিএনপি নেতা আবু হোসেন বাবু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, শেখ সাদী, অ্যাড. তৌহিদুর রহমান তুষার, নিঘাত সীমা, শহিদ খান, সাইফুল ইসলামসহ খুলনা জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন