গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

  22-02-2024 09:42PM

পিএনএস ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে নকলের দায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কেন্দ্র সচিব আব্দুন নূর জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে মানবিক বিভাগের এক শিক্ষার্থী হাতে লিখা কাগজ দেখে পরীক্ষা দিচ্ছিল। এসময় কেন্দ্রে দায়িত্বরত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাকে বহিষ্কার করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন