পিএনএস ডেস্ক: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পাচুরিয়া এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ার ধুলন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জুয়েল (৩৫) সদর উপজেলা দিঘী ইউনিয়নের ভাটভাউর গ্রামের সামছুল হকের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করেন। দুর্ঘটনায় নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। তিনি বলেন, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পাটুরিয়াগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজনই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিএনএস/এএ
মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুইজনের
27-02-2024 09:27PM