বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

  28-02-2024 09:09PM

পিএনএস ডেস্ক: ঢাকায় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে গণসংহতি আন্দোলন।

বুধবার সন্ধ্যার পর জেলা গণসংহতি আন্দোলনের ব্যানারে নগরীর ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লাইন রোড, চকবাজার, ফজলুল হক অ্যাভিনিউ ও সদর রোডে হয়ে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু। বক্তব্যে তিনি বলেন, হামলা করে গণতন্ত্র মঞ্চের আন্দোলন দমানো যাবে না। এই আন্দোলন আরও বেগবান হবে।

পিএনএস/ সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন