পিএনএস ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল্লাহ আল মামুন (২২) ও মো. এমরান (১৬)। তারা পটিয়ার পাশের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার বাসিন্দা।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাস আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।
পিএনএস/এএ
চট্টগ্রামে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষ, নিহত ২
12-04-2024 07:14PM
