দেয়াল টপকে পার্কে যাওয়ায় ৫ শিশুকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ

  16-04-2024 05:10PM

পিএনএস ডেস্ক: শরীয়তপুর শহরের শিল্পকলা সংলগ্ন মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। গত ঈদুল ফিতরের দিন (১১ এপ্রিল) এ শরীয়তপুর পার্ক উদ্বোধন করা হয়। সোমবার (১৫ এপ্রিল) টিকিট ছাড়া দেয়াল টপকে পার্কে যাওয়ায় পাঁচ শিশুকে আটক করে গ্রামপুলিশ ও আনসার সদস্যরা। সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইন উদ্দিনের নির্দেশ ও উপস্থিতিতে আটক শিশুদের কান ধরিয়ে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

শিশুদের কান ধরে দাঁড় করিয়ে রাখার ছবি ও ভিডিও করেন পার্কে আসা দর্শনার্থীরা। এসব ছবি ও ভিডিওতে ইউএনওকে দেখা গেছে।

এ ব্যাপারে ইউএনও মাইন উদ্দিন বলেন, শিশুদের কান ধরিয়ে রাখার বিষয়টি আমার জানা নেই। কয়েক শিশু দেয়াল টপকে পার্কে ঢুকেছিল। পাশে যারা ছিলেন, তারা তাদের ধরে এনেছেন। ওরা দাঁড়িয়ে ছিল, ভয়ে হয়তো কানে হাত দিয়েছে। তবে আমি তাদের (শিশুদের) বলেছি, দেয়াল টপকে পার্কে প্রবেশ করা অপরাধ। এটা চুরির সমান অপরাধ। তোমরা আর কখনো এ কাজ করবে না। সৎ ও ভালো মানুষ হয়ে জীবনযাপন করবে। এমন লেসন (শিক্ষা) দিয়ে আমি তাদের ছেড়ে দিয়েছি।

দুই শিশুকে দেড় ঘণ্টা আটকে রাখার ঘটনাটি আমার জানা নেই।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন