চট্টগ্রামে ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

  15-05-2024 12:50PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় একটি ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

জানা গেছে, খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় আপন নিবাসের গেটের সামনের ডাস্টবিনে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খুলশী থানার পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

খুলশী থানার এসআই গাফফার পারভেজ বলেন, খবর পেয়ে আমরা ডাস্টবিন থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। নির্দেশনা পেলে ময়নাতদন্ত করা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন