পিএনএস ডেস্ক: বঙ্গোপসাগরে অবৈধ এবং অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরার বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টায় কুয়াকাটার মম্বিপাড়ায় কারিতাস অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ট্রলার মালিক, জেলে, মাঝি, ব্লু-গার্ডে সদস্যরা অংশগ্রহণ করেন।
সমুদ্রে সুনীল অর্থনীতি নিশ্চিত করতে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এর আয়োজন করে। আলোচনা সভার সভাপতিত্ব করেন মুসুল্লিয়াবাদ মৎস্য সংরক্ষণ দলের সভাপতি মো. নুর হোসেন তালুকদার।
বক্তব্য রাখের কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান, ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এর সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান, জেলে আবু সালেহ, মো.আল আমিন, মো.খলিলুর রহমান, মাঝি মো.খলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস ফিল্ড ফ্যাসিলিটর আবুল বাশার।
এসএস
অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরার বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত
13-06-2024 04:27PM
