বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত মা

  22-06-2024 01:08PM



পিএনএস ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই শিশুর মা মিনু বেগম (৩০)।

শনিবার (২২ জুন) সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ধরের ব্রীজ এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর গরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে খলিলুর রহমান (৩৫) ও তার ৮ মাস বয়সের ছেলে ইছাম। আহত হয়েছেন খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে পটুয়াখালী থেকে যশোরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন খলিলুর রহমান। ধরের ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে বাবা ও তার ৮ মাস বয়সের ছেলে মারা যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মোটরসাইকেল উদ্ধার ও বাস জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন