পিএনএস ডেস্ক: রংপুরে নিখোঁজের একদিন পর মোতালেব (১১) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের মাটিয়ালপাড়ার একটি সবজি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মোতালেব মাটিয়ালপাড়ার রাজা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনের বেলায় বাইরে বের হয়ে রাতে আর ঘরে ফিরেনি মোতালেব। রাতে ভাত খাবার সময় মোতালেবকে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। বুধবার সকালে মাটিয়ালপাড়ায় প্রবাহিত করতোয়া নদীতীরবর্তী সবজি ক্ষেতে এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে মোতালেবের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে।
এসএস
রংপুরে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
10-07-2024 04:44PM