পিএনএস ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।
বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব সদরদিতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর। তিনি জানান, বিআরটিসি ও শাহজালাল পরিবহন বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয়েছেন ৩০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পিএনএস/এএ
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
17-07-2024 06:53PM
