পদ্মায় গোসল করতে নেমে ৩ শিশু নিখোঁজ

  17-07-2024 07:29PM

পিএনএস ডেস্ক: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে দিপু, অপু ও জয় নামে তিন শিশু নিখোঁজ হয়েছে। এ সময় খালেক নামের আরেক শিশু নদী থেকে সাঁতরে পাড়ে উঠেছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা সেভেন স্টার ইটভাটা পাশে পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফ আব্দুস সালাম।

নিখোঁজ শিশুরা হলো- লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার আবুল কালামের দুই ছেলে দিপু (১২) ও অপু (১৪)। অপরজন হলো, জয় একই এলাকার স্বপনে ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করার জন্য দিপু, অপু, জয় ও খালেক একসঙ্গে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। এ সময় পদ্মা নদীতে পানি বেশি ও স্রোত থাকায় দিপু, অপু ও জয় পানিতে ডুবে যায়। পরে খালেক সাঁতারে তীরে উঠে এসে ঘটনাটি এলাকাবাসীকে জানালে জাল নৌকা দিয়ে খোঁজ শুরু করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

লালপুর থানার ওসি নাছিম উদ্দিন জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল এসে উদ্ধার করতে লালপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সহযোগিতায় কাজ করে যাচ্ছে। রাজশাহী ডুবুরিদের খবরদার দেওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পাওয়া যায়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন