পিএনএস ডেস্ক: ঝিনাইদহে তিন বাসযাত্রীর কাছ থেকে ৫ কেজি ওজনের প্রায় পৌনে ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুরের ফতেপুর এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় ওই তিন যাত্রীকে আটক করা হয়।
তারা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কান্তিপালের ছেলে তপু পাল (৩৭), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী (৪২) এবং সারুটিয়া গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)।
মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মহেশপুর-জীবননগর সড়কে ফতেপুর শিশুতলা নামক স্থানে চেকপোস্ট বসানো হয়। ঝিনাইদহের কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সন্দেহভাজন তিন যাত্রীকে বাস থেকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। এ সময় প্রত্যেকের কাছে চারটি করে মোট ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ১৪.৫৯ গ্রাম এবং বাজার মূল্য চার কোটি ৮৫ লাখ একাশি হাজার চুয়ান্ন টাকা। জব্দ করা স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল আটক করা তিন ব্যক্তি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
পিএনএস/এএ
ঝিনাইদহে পৌনে পাঁচ কোটি টাকার সোনাসহ আটক ৩
17-07-2024 10:21PM