পিএনএস ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে তার বাড়ীতে এ ঘটনা ঘটে।
আরিফ হোসেন কাপাসিয়া উপজেলার দিঘদা গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ ঘরের ফ্রিজে বিদ্যুৎ লাইনে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
01-08-2024 07:14PM
